স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন হাট বাজারে নৌবাহিনীর সদস্যরা নিরলস তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা বরগুনার প্রতিটি পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাকে সচেতন করে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট এর বরগুনা শহরের হাটগুলোতে বরগুনা সেকশন কমান্ডার লেফটেন্যান্ট এ কে এম তাকিমুল হাসান (এক্স), বিএন, বেতাগী উপজেলায় লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিন (ই), বিএন (পি নং ২৮০১) ও বামনা উপজেলায় লেফটেন্যান্ট আবু বকর (এক্স), বিএন (পি নং ২৭৯৯) এর নেতৃত্বে বিভিন্ন পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বতা নিশ্চতে মহড়া করেছেন। সেই সাথে পশু হাটগুলোতে স্বেচ্ছায় শ্রমদানকারী ভলান্টিয়ারদের সচেতনতা মূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply