জুলহাস(স্টাফ রিপোর্টার): বরগুনার বামনার বেগম ফায়জুন্নেছা মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আশ্রাফুল ইসলাম লিটনেরনামে একটি ভূয়া ফেইসবুক ব্যাবহার করে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে বেতাগী থানার পু পুলিশ মঙ্গলবার(২১) জুলাই বিকালে বরিশাল কোতয়ালী থানার সহযোগিতায় রিদওয়াদুল হক ফাহাদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,বেতাগী থানায়, ৮/৭/২০২০ আশ্রাফুল ইসলামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৪/২৯ ধারায় বেতাগী থানার পুলিশ ২১জুলাই বরিশালের কালিবাড়ী এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক পুলিশের নিকট স্বীকার করেছে,আশ্রাফুল ইসলামের ছবি ব্যাবহার করে একটি আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট দিয়েছে। একই সাথে এই সকল ছবি আশ্রাফুল ইসলামের ফেইসবুক বন্ধুদের এবং কলেজের ছাত্রীদের আইডিতে পোস্ট দেবার কথাও সে স্বীকার করে।
প্রভাষক আশ্রাফুল ইসলাম জানান,২০১৯ এর ২৮ সেপ্টেম্বর মাসে তিনি বন্ধুর মাধ্যমে বিষয়ট জানতে পেরে ৩/৩/২০২০ তারিখ অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় সাধারন ডাইরী করেন।
পুলিশ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করেছে।
আজ বেলা ২ টার দিকে আসামীকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে আদালতের সুত্র থেকে জানাগেছে। জবানবন্দী শেষে আসামীকে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply