জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনায় আলোচিত কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। ন্যায়বিচার সংগ্রাম পরিষদের নিজ উদ্যোগে, আজ সকাল ১০ঃ০০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে, ফুলমালার ময়নাতদন্ত প্রশ্নবিদ্ধ! তাই পুনরায় ময়নাতদন্ত করতে হবে। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত মধ্যে দিয়ে মৃত্যের আসল রহস্য উদঘাটন করতে হবে। এই তিনটি দাবি নিয়ে মানববন্ধন ও সরকলিপি কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, বরগুনা জেলা যুবলীগ,উপদেষ্টা, ন্যায় বিচার সংগ্রাম পরিষদ। সাবেক ছাএনেতা শহীদুল ইসলাম পলাশ,
উপদেষ্টা, ন্যায় বিচার সংগ্রাম পরিষদ। যুবনেতা মাহমুদুল বারী রনি। ছাত্র নেতা সবুজ মোল্লা। সমাজকর্মী এ্যাডঃ আনোয়ারুল ইসলাম রানা। সমাজকর্মী রাজিবুল হাসান রিমন। যুবনেতা আবু হানিফ দোলন। সংবাদকর্মী, বিভিন্ন পেশার জন সাধারণ সহ অনেকে।
উল্লেখিত, বরগুনায় আলোচিত ফুলমালা(১৪) কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। ১৭/০৭/২০২০ শুক্রবার মধ্যে রাতে ডক্টর কেয়ার হাসপাতালের মালিক- ডাঃ আবদুল খালেক এর বাসা থেকে গৃহকর্মী ফুলমালার(১৪) লাশ উদ্ধার করে পুলিশ এবং সাথে একটি মোবাইল ফোন ও চিঠি উদ্ধার করে।
২০/০৭/২০২০ বরগুনা ডক্টরস কেয়ার ক্লিনিকে ফুলমালা (১৪) ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা করেছে বলে রিপোর্ট থেকে জানা যায় , ডক্টরস কেয়ার ক্লিনিকের মালিক ডাঃ আব্দুল খালেক সাহেবের বাসার গৃহপরিচারিকা ফুল মালা (১৪) আত্মহত্যা করেছে বলে ডাঃ জয়রাজ হোসেনের ময়নাতদন্তের রিপোর্ট এ তথ্য জানা গেছে।
Leave a Reply