শাহীন: কর্তৃপক্ষের সম্পূর্ণ অবহেলা ও বর্জ্য অব্যবস্থাপনার কারনে বরগুনা পৌরসভা ও একটি ইউনিয়নের লাখ লাখ মানুষ দীর্ঘ দিন যাবৎ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
বরগুনা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সোনাখালী নামক স্থানে পৌরসভার এ ময়লার ভাগাড়টিতে কোন ব্যবস্থাপনা না থাকায় মানুষের জন্য নীরব ঘাতকে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ,ময়লার ভাগাড়টির পাশ দিয়ে চলে গেছে শহরের সাথে যোগাযোগের কয়েটি গুরুত্বপূর্ণ সড়ক। এর মধ্যে একটি রাস্তা গেছে বরগুনা সদর ৬ নং বুড়িরচর ইউনিয়নের দিকে যেটি বরগুনা টু পুরাকাটা বাইপাস সড়ক নামেও পরিচিত। ময়লা – আবর্জনায় রাস্তা গুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য বসত-বাড়ি। সম্পূর্ণ আবাসিক এলাকায় মাইঠা স্কুলের পাশেই অবস্থিত এই ময়লার ভাগাড়টি মানুষের নানা রোগ-ব্যাধির কারন হয়ে উঠেছে।
স্থানীয়রা জানিয়েছে,মানুষের স্বাস্থ ঝুঁকিকে সম্পূর্ণ অবহেলা করে কয়েক যুগ ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লার গন্ধে গুরুত্বপূর্ণ এ রাস্তা গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্কুল ,কলেজের ছত্র-ছাত্রী এবং স্থানীয়রাই বেশী সমস্যার সম্মুক্ষীণ হচ্ছে। ইতোমধ্যে অনেকই জটিল সব রোগে ভুগছে,দেখা দিয়েছে শ্বাস-কষ্ট জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার ময়লার ভাগাড়টি অনত্র সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন হয় নিই। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
Leave a Reply