মোঃ জাহিদুল ইসলাম : বরগুনার তালতলী উপজেলার কড়ই বাড়িয়া মাছ বাজারে অভিযান চালিয়ে রাক্ষুসে মাছ পিরানহা আটক করেছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। বুধবার( ১৫জুন) সকাল ১০ টায় বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কড়ই বাড়িয়া মাছবাজারে গ্রামের সহজ সরল লোকদের কাছে ব্যবসায়ীরা বিক্রয় নিষিদ্ধ পিরনহা মাছকে রূপচাঁদা বলে বিক্রি করে আসছিল৷ পরে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওই বাজারে অভিযান চালিয়ে দশ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, কড়ই বাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয়৷ আটক মাছ পরবর্তীতে কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, এবং আনসার সদস্য মোঃ আঃ কুদ্দুস উপস্থিত ছিলেন।
Leave a Reply