জুলহাস: আজ বুধবার ১২টায় বরগুনায় নাভানা গ্রুপের পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে নাভানার পক্ষ থেকে একটি হাই ফ্লো ন্যাসাল কেনুলা ও দুইটি অক্সিজেন কনসেন্ট্রের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য পিপিই ও N-95 মাস্ক হস্তান্তর করা হয়েছে।
বামনার বুকাবুনিয়ার সন্তান পানি উন্নয়ন বোর্ডের,সাবেক চিফ ইঞ্জিনিয়ার মরহুম ইঞ্জিনিয়ার আলহাজ্ব হাসান আলি মোল্লার নাতি ও ডাক্তার আকরাম হোসেন শামিমের বড় ছেলে, মোহাম্মাদ আরফাদুর রহমান বান্টি, (জেনারেল ম্যানেজার,নাভানা গ্রুপ) এর একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায়োরিটি ভিত্তিতে নাভানা গ্রুপের সৌজন্যে বরগুনা হাসপাতালে একটি HFNC হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন, ২ টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, ২ টি সিপ্যাপ (CPAP) ভেন্টিলেটরসহ বরগুনা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য পিপিই ও N-95 মাস্ক দিয়েছেন
ডা.মেহেদী হাসানের প্রচেষ্টায় বরিশাল বিভাগের ভিতর বরগুনাতে সর্বপ্রথম নাভানা গ্রুপের উপহারসামগ্রী পেলো বরগুনা জেনারেল হাসপাতাল ।নাভানা গ্রুপ ঢাকার অনেক হাসপাতলে উপহারসামগ্রী দিলেও বরিশাল বিভাগের সর্বপ্রথম উপহার বরগুনাতে
বেলা ১ টায় বরগুনা জেনারেল হাসপাতালের ডা. সোহরাব উদ্দিন তত্ত্বাবধায়ক। ডা. কামরুল আজাদ মেডিসিন কনসালটেন্ট।ডা.মেহেদী হাসান মেডিকেল অফিসার।এদের কাছে উপহার বুঝিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ,দায়িত্বরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply