জুলহাস(স্টাফ রিপোর্টার) : বরগুনার বেতাগী উপজেলার ২নং বেতাগী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম,অপর সাংগঠনিক সম্পাদক, মহসিন ফয়সাল অপু সহ মাদক সেবন ও জুয়া খেলার সময় গ্রেফতারকৃতদের জামিন আবেদন আজ না মন্জ্ঞুর করেছে বরগুনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেট আদালত।
আজ সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেটে ভার্চুয়াল আদালতে আসামীদের পক্ষ জামিন আবেদন শুনানী করেন, আ্যডঃ সাইমুন ইসলাম রাব্বী এবং আ্যডঃ বিমান কান্ত গুহ। রাস্ট্র পক্ষে জামিনের বিরোধীতা করে যুক্তি তুলে ধরেন কোর্ট পরিদর্শক আঃ কুদ্দুস। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামী পক্ষের আইনজীবীর জামিন আবেদন নামন্জ্ঞুর করেন।
১২ জুলাই বরগুনা শহরের হোটেল তাজবীনে মাদক সেবন করে জুয়ার আসর থেকে বরগুনা থানার পুলিশ চেয়ারম্যান নজরুল সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা এসময় মাদক সেবন ও জুয়া খেলার সত্যতা স্বীকার করে।
পুলিশ তাদের রুমে তল্লাশী করে মাদক সেবন ও জুয়া খেলার সরন্জ্ঞাম উদ্বার করে।
ঐ দিনই সন্ধায় থানায় মাদকদ্রব্য নিয়ন্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতের সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
Leave a Reply