তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জনগণকে চরম দূর্ভোগে ফেলে রাস্তার ইট উঠিয়ে নিয়েছে ইউপি সদস্য। অভিযোগরয়েছে উপজেলার ১ নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সুলতান বয়াতি ও মহিলা মেম্বার মোসাঃ ছায়েরা খাতুন অত্র মেম্বারদ্বয় ক্ষমতার অপব্যবহার করে চন্দনতলা গ্রামের রাস্তার ইট উঠিয়ে তাদের বাড়িতে নিয়েগেছে। ভুক্তভোগীরা জানান মেম্বার সুলতান বয়াতি আমাদেরকে ভূল বুঝিয়ে রাস্তা পাকা হবে এই কথা বলে রাস্তার সব ইট উঠিয়ে নিয়েগেছে এবং বিক্রি করে দিয়েছে, এখন আমরা সাধারন মানু্ষ চরম দূর্ভোগের শিকার। বিশেস করে অসুস্থ মা বোনদের নিয়ে বিপাকে পরতে হয় এলাকাবাসীর।ভুক্তভোগী মোঃ ইউনুস মুন্সী জানান আমাদের বাড়ির সামনের রাস্তার ইট কোথায় এ বিষয় মেম্বার সুলতান বয়াতির কাছে জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধমকি দেন। তিনি আরো জানান রাস্তার ইট উঠিয়ে দুই মেম্বার ভাগ করেছেনতিনি নিয়েছে,এই ইট জনগনের কেন তাদের বাড়িতে থাকবে?এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং ইটগুলো জব্দ করে রাস্তাটি অতি দ্রুত পাকা রাস্তায় উন্নিত করা চাই।অত্র ইউনিয়েনর চেয়ারম্যান মোঃ নজির হোসেন কালু পাটোয়ারীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি চন্দনতলার রাস্তার ইট মেম্বাররা উঠিয়ে নিয়েছে কি কারনে বা কেন উঠিয়েছে তা আমি জানিনা।
Leave a Reply