স্টাফ রিপোর্টার: পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে মামুন হাওলাদার নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামুন হাওলাদার (৩৮) শহরের নিউ মার্কেটের নাজ সুজ নামের দোকানের সত্বাধিকারী। সে মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী থানার ওসি আক্তার মোর্শেদ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যার দিকে মোবাইলে একটি কল আসলে কথা বলতে বলতে ঘরের বাহিরে চলে যায় মামুন। পরে রাত ১১টার দিকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও মামুনের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় বাড়ির অদূরে মামুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছ।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে ওসি আখতার মোর্শেদ আরও জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জেরে , সুকৌশলে পরিচিত কোন প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply