স্টাফ রিপোর্টার: লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে, পেশাগত দায়িত্ব পালন, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৮ জুন এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বরগুনা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন শাহিন খান। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সুধীজন অংশগ্রহন করেন। বাংলাদেশ মেডিকেল সাইন্স হোম নামক বেসরকারি সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরগুনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আহমেদ।
Leave a Reply