জুলহাস(স্টাফ রিপোর্টার): বরগুনায় আজ ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের শরীরে। জেলায় একদিনে এটাই সর্বাধিক আক্রান্ত।
আক্রান্তদের মধ্য ৭১ টিভি ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রয়েছেন। আজ পর্যন্ত জেলায় ৭ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য বাংলাদেশ বেতার ও যুগান্তরের বরগুনা অফিসের স্টাফ রিপোর্টার ঢাকায় এবং ৪ জন বরগুনায় চিকিৎসাধীন রয়েছেন। ২ জন সুস্হ হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্য পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার,সরকারী কৌসুলি (জিপি)পুলিশের ৩ সদস্য, বরগুনা জেনারেল হাসপাতালের স্টোর কিপার, সিভিল সার্জনের গাড়ীর চালক,আমতলী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনিশিয়ান, রেনেটা ঔষধ কোম্পানির আঞ্চলিক ব্যাবস্হাপক রয়েছেন।
মোট আজ সকাল ৮ টা পর্যন্ত আক্রান্ত ২২০ জন। বরগুনা সদর ১০৩ আমতলী ৩৪ পাথরঘাটা ২১ বামনা ২৭ বেতাগী ২২ এবং তালতলী উপজেলায় ১৩ জন রয়েছে। এদের মধ্য পুরুষ ১৭১ মহিলা ৪৯ জন।
Leave a Reply