মোঃ জাকির হোসাইন,বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতাঃ
বরগুনার বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত. ছাদের মোল্লার মেয়ে মাসুমা আক্তার(৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী পাঁচ মাসের অন্তঃস্বত্তা হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আশ্রয়দাতা ঢুষখালী গ্রামের মৃত: লালু মল্লিকের সন্তান মো. হাশেম মল্লিক(৬৫) নামের এক বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ সোমবার মানসিক প্রতিবন্ধী মাসুমা আক্তারের বড় ভাই মো. ফারুক মোল্লা আশ্রয়দাতা মো. হাশেম মল্লিক(৬৫) কে আসামী করে বামনা থানায় মামলা দায়ের করেন।
মাসুমার ভাই মো. ফারুক মোল্লা বলেন, আমার বোন মানসিক প্রতিবন্ধী। এই সুযোগ কাজে লাগিয়ে হাশেম মল্লিক তাকে আশ্রয় দেওয়ার নাম করে আমার বোনটিকে প্রতিদিন যৌন নির্যাতন করতো। এ কারণেই সে অন্তঃস্বত্ত্বা হয়। আমার প্রতিবন্ধী বোনটির এ ধরনের ঘটনা যিনি ঘটিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জানা যায়, মানসিক প্রতিবন্ধী মাসুমা আক্তারের পিতৃপরিচয়হীন একটি ৫ বছরের পুত্র সন্তান রয়েছে। সন্তানটির বাবা কে তাও জানেনা তার পরিবার, এমনকি ওই প্রতিবন্ধী নারীটিও। এবারেও কি মানষিক প্রতিবন্ধী মাসুমা আক্তার পিতৃপরিচয়হীন সন্তান জন্ম দিবেন ? জনমনে এটাই প্রশ্ন।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস তালুকদার বলেন, আমরা অভিযোগ পেয়ে ওই আশ্রয়দাতাকে আটক করেছি। পরে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর ভাই মামলা দায়ের করলে আজ সোমবার দুপুরে আসামীকে বরগুনা কোর্টে এবং ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply