জুলহাস (স্টাফ রিপোর্টার): বিউটি অফ বরগুনা’র শুভ উদ্বোধন হয় আজ বৃহস্পতিবার বিকেল চারটায় উদ্বোধন কররেন সুযোগ্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈকত সৌন্দর্যের জেলা বরগুনা এই জেলায় অবস্থিত আছে বিভিন্ন পর্যটন কেন্দ্র দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিযোগিতার মাধ্যমে ৬০০ ছবির মধ্য থেকে বাছাই করা ২০ ছবি ধারা তৈরি করা হয়েছে বিউটি অফ বরগুনা নামে একটি সৌন্দর্যমন্ডিত ছবির দেয়াল।
বরগুনা জেলায় অবস্থিত বিভিন্ন সৌন্দর্যশোভিত বিশিষ্ট পর্যটন কেন্দ্রগুলো এই দেয়ালের মাধ্যমে পরিচিতি লাভ করবে।
একনজরে বরগুনা জেলার প্রাকৃতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য স্থান গুলো তুলে ধরবে। এই দেয়ালে আছে মজিব অঙ্গন,শুভসন্ধ্যা,সূর্যাস্তের নৈসর্গিকরুপ, হরিনঘাটা, জোছনাফানুস, বিবিচিনি শাহী মসজিদ, অপরুপা মোহনা, টেংরাগিরি ইকোপার্ক,ইত্যাদি থেকে বরগুনা জেলার সমস্ত পর্যটন গুলো সম্পর্কে ধারণা পাবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, Beauty of Barguna বা বরগুনার সৌন্দর্য মূলত বরগুনার সৌন্দর্যশোভিত বিষয়ের উপর একটি ফটো অ্যালবাম থেকে বরগুনার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
Leave a Reply