মোঃ জাহিদুল ইসলাম বেলালঃ বরগুনার দূঃখী মানুষের সংবাদ যখনই শুনতে পান তখনই তাদের পাশে দাড়িয়ে দুঃখ দূরদশা মুছেদেন তিনি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ স্যার। তার সততা ও যোগ্যতার মাধ্যমে ঘটে যাওয়া কয়েকটি দূর্জোগের সম্মুখিন হয়েও অত্যন্ত ধৈর্যের সাথে বরগুনা বাসিকে আলগে রেখেছেন। বিশেস করে ঘূর্ণিঝড় বুলবুল, আম্পান,ও করোনার মত মহামারিতেও বরগুনা জেলার মানু্ষকে ছাতার মত আশ্রয় দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বরগুনার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি রয়েছে তার অঘাত প্রেম ভালোবাসা যা ইতোপূর্বে বরগুনাবাসী অবলোকন করেছে।
আজ তারই নির্দেশনা মোতাবেক সেই শতবর্ষী বৃদ্ধ আমজাদ হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এসময় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, আর্থিক অনুদান হিসেবে চেক প্রদান করা হয় এবং তাঁর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়। ” শতবর্ষী বৃদ্ধ আমজাদ হোসেনের বাড়ি বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামে। বয়সের ভারে চলার ক্ষমতাও হারিয়েছেন তিনি। এক সন্তান, পুএবধূ ও চার নাতি নিয়ে একটি পলিথিনের ঝুপড়ি ঘরে তার বসবাস!বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মহোদয় বৃষ্টি উপেক্ষা করে তাৎক্ষণিক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রেরণের মাধ্যমে অসহায় বৃদ্ধের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাঁর পাশে জেলা প্রশাসন থাকবে মর্মে অবহিত করেন ।
Leave a Reply