জুলহাস(স্টাফ রিপোর্টার): নিয়ম নীতির তোয়াক্কা না করে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের আদমবাজার এলাকায় অবৈধ ভাবে ইটের পাজা পোড়ানোর অভিযোগ উঠেছে ইশতিয়াক এর বিরুদ্ধে।
জনবসতিপূর্ণ ও তিন ফসলি কৃষি জমিতে ইটের পাজা স্থাপন ও ইট তৈরির মাধ্যমে সংলগ্ন এলাকার ফলের বাগান, কৃষি জমি ও ফসল উৎপাদনে বিঘ্ন ঘঁটছে এলাকার মানুষ আছে স্বাস্থ্য ঝুকির ভিতর।আরো জানা যায়, এক এক টি ইটের পাজায় প্রায় এক লক্ষ ইট পোড়ানো হয় এবং সেই ইট সে ৮০০০ টাকা দরে বিক্রি করেন।
এ বিষয়ে ইশতিয়াক মুঠোফোনে বলেন, আমি এই ইট ব্যক্তিগত ভাবে পোড়াচ্ছি নিজের বাড়ি করার জন্য
সাংবাদিকদের তিনি অনেক ক্ষমতার কথা বলেন এবং ম্যানেজ করার চেষ্টাও করেন।
জানা গেছে, ইশতিয়াক স্থানীয় ইউপি চেয়ারম্যান আশশাকুর রহমান ফিরোজ খন্দকার এর ভাতিজা।
এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করলে, তাকে অনেকবার মুঠোফোনে ফোন দিলেও পাওয়া যায়নি।
Leave a Reply