স্বপন কুমার ঢালী, বেতাগী: বরগুনার বেতাগীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার , প্রেসব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।
করোনাকালীন এ দূযোর্গে স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তৃতা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উদ্ধোধক পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. মাহমুদা আক্তার, প্যানেল মেয়র আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী।
সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বরিশাল এর একেএম সাহাবুদ্দিন আহমেদ ও ইন্সট্রাক্টর মো. তৌফিকুল ইসলাম।
Leave a Reply