মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন খান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাকির উপজেলার কুমিরমারা গ্রামের রশিদ খানের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের নুরুজ্জামান হাওলাদারের বাড়ির সামনে রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যাবসায়ী জাকিরকে আটক করা হয়। এ সময় জাকিরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় একাধিক এলাকাবাসী জানিয়েছেন, মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের আলোচিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন খান। জাকির ভাড়ায় চালিত মোটরসাইকেল চালানোর মাধ্যমে এলাকায় সুপরিকল্পিত ভাবে মাদক বেঁচা-কেনার করে আসছিল। তার রয়েছে মাদক বিক্রি চক্রের একটি শক্তিশালী সিন্ডিকেট। এছাড়া তার বিরুদ্ধে ব্যাপক চুরি, ছিনতাই, নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
সৌদি প্রবাসী কুমিরমারা গ্রামের মনির খান অভিযোগ করে বলেন, জাকিরের কারণে প্রবাসীর স্ত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেনা, ঘরে ঘুমাতে পারেনা। আমার স্ত্রী দুই সন্তান নিয়ে বাড়িতে থাকে। আমার স্ত্রীকে জাকির দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে এবং সরাসরি কুপ্রস্তাব সহ উত্যক্ত করে আসছিল। রাতের আধারে কৌশলে একদিন রাতে সে আমার ঘরে ঢুকেছিল। জাকিরের মোটরসাইকেল আটক করে পরিষদে জমা রাখা হয়েছিল। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে শালিস বৈঠক হয়। পরিষদে মুচলেকা দিয়ে, অঙ্গীকার নামায় স্বাক্ষর করেও সে সংশোধন হয়নি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, মাদক ব্যাবসায়ী জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply