মোঃ জাহিদুল ইসলাম বেলালঃ বরগুনার তালতলী উপজেলার অন্যতম একটি ব্যাবসায়িক কেন্দ্র শতবছরের পুরানো ছোটবগী বাজার এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাট বসে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানু্ষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাঁস মুরগী গরু ছাগল ত্রয় বিক্রয় হয়ে থাকে বিশেস করে ধান চাল ও মাছের জন্য বগী বাজর বিক্ষাত আজ সেই বগী বাজারের ব্যস্ততম রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে, এখান দিয়ে তালতলী উপজেলার কয়েক লক্ষাধিক মানু্ষ জেলা শহর বরগুনায় অফিস আদালত ও ব্যাবসায়িক কাজে যাতায়াত করে থাকে।বিশেস করে ভোগান্তিততে পরতে হয় অসুস্থ লোকদের নিয়ে। এলাকার গনমানুষের দাবী এ রাস্তাটি অতি শীঘ্রই পাকা করার জন্য এমপি মহোদয়ের দৃষ্টি কামনা করছে।
Leave a Reply