স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগী উপজেলা প্রশাসন ও পিডিবিএফ এর উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে আজ সোমবার (১৫ জুন) দুপুরে বেতাগী উপজেলা পরিষদ সভাকক্ষে সোলার হোম সিস্টেম বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাইখুজ্জামান পিডিবিএফ’র উপ-পরিচালক আব্দুর রহমান, বেতাগী কর্মকর্তা মৃলেশ কান্তি, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান ও প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু।
উপজেলার বিদ্যুৎ বিহীন ১০০ শত পরিবারের মধ্যে ১ শত ওয়ার্ডের ৭০ হাজার টাকা মূল্যের ১০০ টি সোলার হোম সিস্টেম প্যানেল বিতরণ করা হয়।
Leave a Reply