বরগুনায় মুগডাল ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের বিপনণ সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর মুগডাল ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএফইডি বরগুনার এরিয়া ম্যানেজার মোঃ কাজী জসীম উদ্দিন এর সভাপতিত্বে বিপনণ সম্প্রসারণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল অদুদ খান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান ,বরগুনা জেলা মার্কেটিং অফিসার মোঃ আঃ ছালাম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান। মুগডাল উৎপাদন ও বাজারজাতকরণ বিপণন (সমস্যাও বাধাসমুহ) নিয়ে বক্তব্য- রাখেন (চাষী )মোঃ নাসির উদ্দিন,বাজার- বিপণন ও মুগডার কেনাবেচা ও উত্তরণের কৌশলসমুহ নিয়ে বেপারী-আড়ৎদারদের বক্তব্য রাখেন আড়ৎদার আঃ ছালাম হাওলাদার, মুগডাল উৎপাদন বিষয়ে উপকরণ সরবরাহকারী প্রতিনিধিদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া,সেমকো মার্কেটিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। মুগডাল ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের বিপনণ সম্প্রসারণ কর্মশালা সঞ্চালনায় ছিলেন ,বরগুনা ভিসিডি প্রকল্পের,ভিসিএফ ধনঞ্জয় কুমার রায়।
Leave a Reply