তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিয়া ফরাজীকে আটক করেছে পুলিশ।
শনিবার(১৩জুন) সন্ধার দিকে উপজেলার হেলেঞ্চাবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া উপজেলার চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃআবুল বাশার হোসেন ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাড়িয়া এলাকায় এস আই আলী হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জিয়া ফরাজীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
স্থানীয়রা বলেন জিয়া ফরাজী দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে এ এলকায় সরবরাহ করেন। তাকে এলাকায় গাঁজা জিয়া নামেই চিনে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান মিয়া বলেন,জিয়া নামের একজন কে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
Leave a Reply