মোঃ জাকির হোসাইন(বামনা সংবাদদাতা): বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মো আলামীন (২৪) এর লাশ গাছের সাথে বাধা অবস্থায় আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় আলামীন গত ২ দিন আগে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। আজ সকালে তার এক প্রতিবেশী তাদের বাড়ীর পিছনে গরু বানতে গেলে একটি পেয়ারা গাছের সাথে গলায় রশি দিয়ে বাধা অবস্থায় আলামীনকে দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করে।
আলামীনের বোন রুমা আক্তার জানান, আলামীন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতো। সেখানে বসে রংপুরের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। করোনা শুরু হওয়ার আগে ঐ মেয়েটি আমাদের বাড়ি থেকে তার বাবার বাড়ি চলে যায়। বউ চলে যাওয়ার পর থেকেই আলামীন একটু উদাসীন হয়ে যায়।
বামনা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান জনান লাশের সূরাতাল করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে হত্যা নাকি আত্যহত্যা।
Leave a Reply