তালতলী (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার তালতলীতে নতুন আরও একজনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৪০)। সে ছাতন পাড়া গ্রামের বাসিন্দা। কেমিষ্ট ওৗষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ সে। তালতলী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাইজুররহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংক্রামিত শাহ আলম গত ৪ জুন সর্দি কাশির লক্ষণ নিয়ে তালতলী হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ নিয়ে তালতলীতে মোট ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রথম করোনা সংক্রামিত তালতলী হাসপাতালের নার্স সিপড়া রাণী এখন সুস্থ হয়েছেন।
Leave a Reply