স্টাফ রিপোর্টার : বরগুনার ১নং বদরখালী ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। আজ বুধবার (১০ জুন) দুপুর দেড়টার সময় ইউপি কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যান মো. শরীফ ইলিয়াস আহমেদ স্বপন এ সম্ভাব্য বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সচিব মো.সাইদুর রহমান শামীম , ইউপি সদস্য বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ, পিছিয়ে পরা জনগোস্ঠীর প্রতিনিধি বৃন্দ, মুক্তিযোদ্ধা সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
এ ছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন স্লোব বাংলাদেশের প্রকল্প ব্যাবস্হাপক কিশোর কুমার দাস, মনিটরং কর্মকর্তা আকবর হোসেন ও প্রকল্প কর্মকর্তা মোসা. দুলি আক্তার, দীপা রায় ও নাসিমা বেগম। ২০২০-২০২১ অর্থ বছরের ২ কোটি ৩৫ লাখ ৪০০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়। এরমধ্যে স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ১ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয। করোনার এ সংকটময় সময় সভাটি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়েছে।
Leave a Reply