গ্লোবাল ল থিংকার সোসাইটির বাংলাদেশ কান্ট্রি লিডার হলেন তরুণ আইনজীবী মাহীন মেহরাব। সংগঠনটির পক্ষ থেকে তাকে এই পদের জন্য মনোনীত করা হয়। গ্লোবাল ল থিংকার সোসাইটি গত ১ বছর যাবত সারা বিশ্বের এক’শ টি দেশের তরুন নেতৃত্ব নিয়ে কাজ করছে। এই সংগঠনে মুল উদ্দেশ্য সারা বিশ্বে গ্রহনযোগ্য তরুণ নৃতৃত্ব সৃষ্টি করা ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করা। এই লক্ষ্যে মাহীন মেহরাব বাংলাদেশের প্রতিনিধি হয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাজ করবেন।
বরগুনার সন্তান মাহীন মেহরাব একজন তরুন আইনজীবী, সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশ কর্মী। তিনি আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে লন্ডনের কার্ডিফ ইউনিভার্সিটি থেকে, এলএলবি এবং এলএলএম করেছেন দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। পিজিডি সম্পন্ন করেছে চীনের ইউন্নান ইউনিভার্সিটি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এবং রেস্টোরেটিভ জাস্টিস এর উপর দ্বিতীয় এমএসএস করেছেন।
বর্তমানে চাইল্ড রাইটস এর উপর হার্বাট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
Leave a Reply