এম.এস রিয়াদ: একনিষ্ঠ মন, সময়ানুবর্তিতা ও কঠোর অধ্যাবসায় করে পিইসি, জেএসসি এবং ৩১ মে সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে জিপিএ গোল্ডেন-৫ অর্জন করেছে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা গ্রামের প্রবাসী মো. রুহুল আমীন মিন্টু ও আদর্শ গৃহিনী ফাহিমা বেগমের ছেলে রাকিবুল ইসলাম সিফাত (১৬)।
কৃতি শিক্ষার্থী সিফাত উপজেলার ঐতিহ্যবাহী গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগে জিপিএ গোল্ডেন-৫ সহ ১০৫১ নম্বর পেয়েছে।
সিফাত ২০১৭ সালে একই বিদ্যালয় থেকে জেএসসি ও ২০১৪ সালে ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপণী উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। উভয় পরীক্ষার ফলাফলে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়।
বিজ্ঞান বিভাগ নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার জন্য সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে চায়। এখন তার জীবনের স্বপ্ন পুলিশ বা এডমিনে বিসিএস ক্যাডার হওয়া। সিফাত তার স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
Leave a Reply