গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায নতুন করে বামনা উপজেলার হোগলপাতি গ্রামের ১ জন , বেতাগী উপজেলার দেশন্তর কাঠি গ্রামের ১ জন নিয়ে মোট ২ জন আক্রান্ত হয়েছে এবং এ সময় এ জেলায় মোট ১ জন সুস্হ হয়ে বাডি ফিরেছে । এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৭৯ জন (পুরুষ ৫৬ এবং মহিলা ২৩) জন। এদের মধ্যে সুস্হতার সনদপত্র পেয়ে বাড়ি ফিরেছে মোট ৪৭ জন,বর্তমানে চিকিত্সাধীন আছেন মোট ৩০ জন, অদ্যাবধি মৃত্যু বরন করেছে ২ জন । চিকিত্সাধীন সকলেই শারীরিক ভাবে সুস্হ আছেন ।
জেলায় মোট আক্রান্ত ৭৯ জনের উপজেলা ভিত্তিক বিভাজন : বরগুনা সদর উপজেলা ৩২ জন, আমতলী উপজেলা ১৬ জন, বামনা উপজেলা১৪ জন, পাথরঘাটা উপজেলা ৭ জন, বেতাগী উপজেলা ৮ জন,তালতলী উপজেলায় ২ জন ।
জেলায় এ পর্যন্ত সুস্হতার ছাড়পত্র প্রাপ্ত মোট ৪৭ জনের উপজেলা ভিত্তিক বিভাজন : বরগুনা সদর উপজেলা (বরগুনা ১০০ শয্যা সদর হাসপাতাল সহ) ২০ জন, বামনা উপজেলা ৯ জন,আমতলী উপজেলা ১১ জন, পাথরঘাটা ৫ জন, বেতাগী উপজেলা ২ জন, তালতলী উপজেলা ০ জন।
জেলায় বর্তমানে চিকিত্সাধীন ৩০ জনের উপজেলা ভিত্তিক বিভাজন : বরগুনা সদর উপজেলায় বরগুনা ১০০ শয্যা সদর হাসপাতালে চিকিত্সাধীন ১০ জন, হোম আইসোলেশনে ৩ জন ,আমতলী উপজেলা হাসপাতালে ১ জন ও হোম আইসোলেশনে ৪ জন,বামনা উপজেলায় হোম আইসোলেশনে ৫ জন,পাথরঘাটা উপজেলায় হোম আইসোলেশনে ১ জন, বেতাগী উপজেলায় হোম আইসোলেশনে ৪ জন, তালতলী উপজেলায় হোম আইসোলেশনে ২ জন ।
জেলায় অদ্যাবধি মৃত্যু বরন করেছে মোট ২ জন। আমতলী উপজেলায় ১ জন জি এম দেলায়ার হোসেন (৬৫) ও বেতাগী উপজেলায় ১ জন মো: খলিলুর রহমান (৭২),ফুলতলা,বিবিচিনি ।
জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারান্টাইন ২২ জন,প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন ০২ জন , ছাড়পত্র হোম কোয়ারান্টাইন থেকে ১১ জন,প্রতিষ্ঠান কোয়ারান্টাইন থেকে ০৫ জন। এ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকা মোট ১৮২৬ জন এবং সেখান থেকে ছাড়পত্র প্রাপ্ত ১৫৯৭ জন।এপর্যন্ত প্রতিষ্ঠানিক কোয়রান্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ৫৩৫ জন ,সেখান থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন ।বর্তমানে মোট হোম কোয়ারান্টাইনে ২৩০ জন এবং প্রতিষ্ঠানিক কোয়ারান্টইনে মোট ৭ জন আছেন। অদ্যাবধি সর্বমোট কোয়ারান্টাইন ২৩৬১ জন এবং সেখান থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ২,১২৫ জন।
জেলায় অদ্যাবধি মোট নমুনা প্রেরন করা হয়েছে ১,৮৮২ জন,প্রাপ্ত ফলাফল ১,৪৩৩ জন।এদের মধ্যে পজেটিভ ৭৯ জন (পুরুষ ৫৬ জন এবং মহিলা ২৩ জন)। এদের মধ্যে মোট হোম কোয়রান্টাইনে ৩৭ জন ,প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ৪০ জন ছিলেন এবং মৃত্যু ২ জন।
Leave a Reply