মোঃ জসিম উদ্দিন সিকদার,আমতলী থেকে : স্বাস্থ্যবিধি মেনে না চলায় বরগুনার জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসের অভয়ারন্যে পরিনত হয়েছে আমতলী পৌরসভা। ক্রমান্নয়ে জটিল হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। আমতলীতে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রামণ।
বরগুনা জেলায় ৭৭ জন শনাক্তের মধ্যে ১৭ জন আমতলীর। ১৭ জন আক্রান্তের মধ্যে ১৪ জনই আমতলী পৌরসভার নাগরিক। বরগুনা জেলার মধ্যে আমতলী পৌরসভা প্রথম এবং উপজেলা দ্বিতীয়। উপজেলা প্রশাসনের স্বাস্থ্যবিধির কড়ারোপ থাকলেও তা মানছে না সাধারণ মানুষ। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত বুধবার রাতে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথম একদিনে আমতলী পৌরসভার বেশী নাগরিক আক্রান্ত হলো। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরপরও যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পেতে হলে পৌরসভার সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নইলে করোনার সংক্রামণ থেকে রক্ষা পাওয়া যাবে না। তিনি আরো বলেন, সকলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলেই দ্রুত এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আমতলী বাসীকে রক্ষায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে পুলিশ বিভাগের লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply