1. dipanchalbarguna@gmail.com : dipanchalAd :
সবুজ আঁচল (কবিতা) - dipanchalnews
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

সবুজ আঁচল (কবিতা)

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৬১ বার নিউজটি দেখা হয়েছে

সবুজ আঁচল
——————–
মাহবুব হাসান জুয়েল
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান
বরগুনা সরকারি মহিলা কলেজ
———————
গভীর সমুদ্র হতে ধেয়ে আসে দানবিক ঝড়।
বিরোধী কৃতকর্মের শোধ নিতে মানুষের ’পর।
তখন এ সুন্দরবন জেগে ওঠে-
গঙ্গা অববাহিকায় দৃঢ়চিত্তে প্রকাশিত আপনার রূপে,
কংক্রিটের সুকঠিন সবুজ আঁচল পাতে সীমানায়
মায়ের পিঠের মতো নিরাপদ সে পাঁচিল যেন
বাঁচাবারে দেশ।

কখনো মানুষের ওপর পড়ে যদি অশুভের কালো চোখ,
বুক পেতে লড়ে যায় দুর্নিবার সেই সামদ্রিক দুর্বিপাকে
আপনার দেহ করে অকাতরে ক্ষতবিক্ষত স্বেচ্ছায়।

সে সবুজ আঁচলের বিচিত্র মাধুরী:
দানবের প্রতি যত ইস্পাত কঠিন, বিপরীতে তার
মানুষের প্রতি তত কুসুম-কোমল রূপে মমতার।
ঝড়-ঝঞ্জা, জলোচ্ছ্বাসে যতভাবে আসে অপঘাত
বাঁচায় বানে-প্লাবনে প্রাণিকুল-মানুষ-সম্পদ।
ঝড় চলে গেলে মেতে ওঠে লোভী মানুষ আবার
ছিঁড়েখুঁড়ে নিতে সে আঁচল। কী অকৃতজ্ঞতা তার!

ছন্দ: মুক্তক অক্ষরবৃত্ত (বই: বোধ ও বোধদয়)

খাঁচার পাখি (কবিতা)

ব্যতিক্রমী জেলা প্রশাসক (কবিতা)

জীবনের রং (কবিতা)

বন্ধুত্বের অঙ্গীকার (কবিতা)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুণ :

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর :
© All rights reserved © 2020 The Daily Dipanchal
Customized By BlogTheme