ব্যতিক্রমী জেলা প্রশাসক
————————
এহসান আহমাদ নোমান
মাস্টার্স পরীক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বরগুনা সরকারি কলেজ
————————
একজন ব্যতিক্রমী জেলা প্রশাসক
দক্ষতা-যোগ্যতায় যিনি বার্তা প্রেরক।
বরগুনার উন্নয়নে এক সাহসী যোদ্ধা
আপনায় জানাই সম্মান-ভক্তি-শ্রদ্ধা।
সততা ও ন্যায়নিষ্ঠায় থাকবেন অনন্য
বরগুনাবাসি আপনাকে পেয়ে ধন্য।
ঘূর্ণিঝড় “আম্পান” কিংবা “করোনা”
রুখতে আপনার চেষ্টার নেই তুলনা।
কালেক্টরেট মার্কেটসহ অসংখ্য স্থাপনা
আপনার অসম্ভব দূরদর্শী চিন্তা-ভাবনা।
ইলিশ উৎসব আয়োজনে দিয়েছেন চমক
জোৎস্না উৎসবসহ আরো আছে অনেক।
অসহায় ব্যক্তিদের পাশে হাত বাড়িয়ে
সহযোগিতা করছেন উদার মন নিয়ে।
মুক্তিযুদ্ধের চেতনায় চলবেন সৎ পথে
আপামর জনতা থাকবে আপনার সাথে।
দেশ ও দশের বয়ে আনতে অনাবিল সুখ
আপনার নেতৃত্বগুণ সবখানে বজায় থাকুক।
শক্তি ও ধৈর্য্য দাও তাঁরে, হে মহান আল্লাহ
শুভকামনা সবার প্রিয়, ডিসি মোস্তাইন বিল্লাহ।
Leave a Reply