বন্ধুত্বের অঙ্গীকার
——————————-
রুখসাদ জামান রুপন্তি
৮ম শ্রেণি
এভারগ্রিন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজ
——————————
বন্ধু তুমি ভুলেই গেছো অতীতের সব স্মৃতি,
তাইতো এমন, মানছো আজ স্বার্থপরের নীতি।
ছেলেবেলার স্মৃতিগুলো যায় না কভু ভোলা,
করবো নাকো কোনোদিনও কারো অবহেলা।
থাকবো মোরা একই সাথে বিনি সুতোয় গাঁথা,
হাসিমুখে থাকবো ভুলে মনের সকল ব্যথা।
দেবো না কারো মনের অজান্তে জ্বালা,
বিপদে-আপদে থাকবো পাশে সারাবেলা।
শিক্ষক দিয়েছেন আলোর পথের ঠিকানা,
করবো নাকো কভু তাদের পরিশ্রমকে ফেলনা।
চলার পথে কারো আশা হবে নাকো নষ্ট,
থাকবে না কারো মনে ব্যথা-বেদনা-কষ্ট।
জীবনের সব হার-জিতকে করে নিবো স্বীকার,
বন্ধুত্বের মাঝে থাকবে না হিংসা ও অহংকার।
এসো সবাই মিলে করি বন্ধুত্বের অঙ্গীকার
ক্ষতি কভু করবোনা, করবো সদা উপকার।
Leave a Reply