তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় দু’জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেলো।
সোমবার রাত ১০টায় উপজেলা মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান এ তথ্য জানান।
আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা সড়কের ঔষধের দোকানদার ও টিএন্ডটি এলাকার বাসিন্দা।
উপজেলা মেডিকেল অফিসার জানান, এ উপজেলায় এখন পর্যন্ত ১৬০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে গত শুক্রবার হাসপাতালের এক সেবিকা ও সোমবার আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এ নিয়ে এই উপজেলায় মোট দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেল।
তিনি আরও জানান, গত ২৯ মে সামান্য করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসেন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে আমাদের কাছে ওই যুবকের করোনা শনাক্তের তথ্য আসে। আক্রান্ত ব্যক্তি উপজেলা সড়কের একজন ঔষধের দোকানদার ও টি এন্ড টি এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, এই উপজেলায় আরও একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় দু’জন ব্যক্তি করোনা সংক্রমিত হলেন। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলের নমুনা সংগ্রহ করা হবে। তার বাড়ি মঙ্গলবার লকডাউন করা হবে।
Leave a Reply