স্টাফ রিপোর্টার : কিছু দিন আগে ভাড়া বেশি রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে মোবাইল কোর্ট পুরাকাটা খেয়াঘটের ইজারাদারদের পনের হাজার টাকা, চালিতাতলি ইজারাদারদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বড়ইতলা ফেরীঘাটে অভিযান চলাকালে ইজারাদার পালিয়ে গেলে পারাপারের দু’টি ট্রলার জব্দ করে বরগুনা ডিসি ঘাটে রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান প্রতিটি খেয়া পারাপারে পনের জনের অধিক যাত্রী বহন না করার নির্দেশ দেন। অন্যদিকে বরগুনার অন্যান্য খেয়াঘাটের বিষয়ে জানতে চাইলে তখন তিনি জানান, পর্যায়ক্রমে অভিযুক্ত সকল খেয়াঘাটেই জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হবে।
আজ বড়ইতলা ফেরীঘাটে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনেই অতিরিক্ত ভাড়া আদায় করে বড়ইতলা ফেরীঘাটের খেয়াগুলো চলাচল করছে।
খেয়ার ভাড়া সংগ্রহক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, তাকে ইজারাদাররা যে নির্দেশনা দিয়েছে, তিনি সেই অনুযায়ী ভাড়া নিচ্ছেন।
বড়ইতলা ফেরীঘাটের খেয়া পারাপারের ভাড়া ১৫ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ২৫/৩০ টাকা আদায় করছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত না হওযায় ঝুঁকির মুখে রয়েছেন যাত্রীরা।
Leave a Reply