ইফতেখার শাহীন:বরগুনায় জমিজমাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিতা ও পুত্রকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার বালিয়াতলী ইউনায়নের বড় বালিয়াতলী গ্রামে। গুরুতর আহত ইউনুস হাওলাদার-৫৫ ও তার ছেলে জাহিদুল ইসলাম শাবু-২৫ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত জাহিদুল ইসলাম শাবু জানান, তার বাবা ইউনুস হাওলাদারের সৎ ভাইয়েরা জোর জবরদস্তি করে তাদের জমিতে ঘর তুলতে চাইলে এতে শাবু ও তার বাবা ইউনুস হাং বাঁধা দেয়। এক পর্যায়ে শালিস বৈঠকের প্রস্তাব হলে উভয় পক্ষ তাতে রাজি হয়। ঘটনার দিন শালিস বৈঠকের উদ্দেশ্যে ইউনুস হাং ও তার ছেলে শাবু বড় বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ইউনুস হাওলাদারের সৎ ভাই আল মামুন ছাদ্দাম ও রেজাউল কবির রাম দাও দিয়ে ইউনুস হাং ও তার ছেলে শাবুকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বরগুনার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply