মোঃ জাহিদুল ইসলাম (বেলাল): বরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারের ১০টি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে।
জানাগেছে, উপজেলার ছোটবগী বাজারে বুধবার গভীর রাতে সঙ্গবদ্ধ চোরচক্র নুরু মিয়া, জহিরুল প্যাদা, শম্ভু পাহলান, স্বপন সমাদ্দার, তপন, সুনীল শীল, জাহাঙ্গির হাওলাদার,নূহ মিয়া, গিয়াস হাজীর দোকান ও ছোটবগী হাফিজি মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দোকান ও মাদ্রাসায় থাকা নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার ছোটবগী ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তালতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক হাওলাদার বলেন, সঙ্গবদ্ধ চোরচক্র বাজারের হাফজিয়া মাদ্রাসাসহ দুই দিনে সোমবার দিবাগত রাত্রে ০২টি ও বুধবার দিবাগত রাত্রে ০৮টি মোট ১০টি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে মাদক সেবীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় গিয়াস হাজির ঘরের তালার কয়রা ভেঙ্গে ০৬ বস্তা মূগডাল ও অন্যান্য দোকানের নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চূরি করে নিয়ে যায়।বাজারের পাহারাদার বলেন আমি রাত্র ৩ টার সময় স্লুলিজ গেটের কাছে দুইটি লাইট জলতে দেখেছি এছারা আর কিছু দেখিনি। তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply