নোবেল করোনাভাইরাস(কোভিড১৯) মহামারীকে কেন্দ্র করে সারাদেশ যখন লকডাউন করে দেওয়া হয়েছিল ঠিক সেই মুহুর্তে বরগুনা জেলা টিমের অধিনায়ক রাকিন রহমান তার বাবার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ও একাধিক এতিমখানার নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।।
এই অধিনায়ক এর হাত ধরে বরগুনা জেলার একাধিক সফলতা রয়েছে তিনি ঢাকা শেখ জামাল চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস এর মত বড় বড় দলে খেলে থাকেন,. . পরবর্তীতে ঈদুল ফিতরকে সামনে রেখে ক্ষুদে ফুটবলারদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার তার সাথে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কিংবদন্তি ফুটবল কোচ মীর বজলুর রহমান
বরগুনা জেলার দলের অধিনায়ক বলেন দেশের এই অবস্থায় ক্ষুদে ফুটবলারদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।। কারণ ওরা আগামীর ভবিষ্যৎ।। আমি সব সময় চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী সকলের পাশে দাঁড়ানোর
।তাই দেশেরই প্রতিকূল অবস্থায় সবাই যার যার স্থান থেকে সবার পাশে দাঁড়ান এবং সকলের সকলের জন্য দোয়া করবেন
Very good work….go ahead bro