মোঃ জাকির হোসাইন, বামনা সংবাদদাতা : বরগুনার বামনায় আজ রবিবার উপজেলার ৮ জন করোনা জয়ী যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে পুষ্টিকর খাবার উপহার দেওয়া হয়।
গত ১৪-৪-২০২০ইং তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর একে একে আরোও ০৯ রোগী শনাক্ত হলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডা. মনিরুজাজামান মনির সার্বক্ষণিক আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও পুষ্টিকর খাবার সরবরাহ করেন ।
উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্স কর্মীদের প্রচেষ্টা, রোগীদের দৃঢ় মনোবল এবং আল্লাহর অশেষ কৃপায় রোগীরা করোনাকে জয়ী করে সুস্থা হয়ে উঠেন । বামনা স্বাস্থ্যা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এর সভাপতিত্বে রোগীদের ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা পরিষদের চেয়াররম্যান সাইতুল ইসলাম লিটু, বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগীর, বামনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসাইন ও উপজেলা সমাজসেবা কমৃকর্তা মোঃ মিজান সালাহ উদ্দীন।
এ সময় আক্রান্ত রোগীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ওবায়দুল কবির আকন দুলাল, সাধারণ সম্পাদক নাসির মোল্লা।
সভায় অথিতিরা বলেন করোনা আক্রান্ত রোগীদের ভয় না পেয় সাহসের সাথে করোনা পরিস্থিাতি মোকাবেলা করা এবং সমাজের প্রতিটি মানুষ যেন করোনা রোগীদের সহযোগীতা করে এবং তাদেরকে যেন কেউ সমাজে হেয় প্রতিপন্ন না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। আমরা করোনাকে ভয় না পেয়ে সচেতন হই। আতঙ্ক নয়, ঘরে থাকি সুস্থা থাকি, নিরাপদে থাকি।
Leave a Reply