স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) : বেতাগীতে সামাজিক দুরত্ব বজায় রেখে জাটকা আহরণে বিরত থাকা ১৪ শত ৫৬ জেলের মাঝে ১১৬.৪৮ মেট্রিক টন মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলার পৌরসভা সহ ৫টি ইউনিয়নে ইতোমধ্যে মানবিক সহায়তার এ চাল দেওয়া হয়েছে। গতকাল বৃহাস্পতিবার (১৪ মে) দুপুরে কাজিরাবাদ ইউনিয়নে বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব, নৌ-বাহিনী, থানা পুলিশ, সংশ্লিষ্ট তদারকি কমকর্তা ও জনপ্রতিনিধি সহ অন্যান্যরা । জানা গেছে, উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৮০ কেজি করে এপ্রিল ও মে এই দুই মাসের চাল বিতরণ করা হয়। এ সময় একাধিক জেলেরা জানান, করোনায় বিপর্যস্তের এ সময় সরকারি এ খাদ্য সহায়তা পেয়ে তারা উপকৃত হয়েছেন।
Leave a Reply