মোঃ আসাদুজ্জামান (সিনিয়র স্টাফ রিপোর্টার) : বরগুনায় জেলা ক্রীড়া সংস্হার উদ্দোগে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত বরগুনার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের খাদ্য সহায়তা ও ঈদ উপহার বিতরন করেন জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগীতায় আজ বেলা ১টায় বরগুনা স্টেডিয়ামে খাদ্য সহায়তা খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক বলেন,আমরা সকলে যদি সরকারী নির্দেশনা মেনে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলি তাহলে করোনায় সংক্রামনের সম্ভবনা কম থাকবে। আমাদের নিজেদের আর পরিবারকে সতর্ক থাকতে হবে। এসময় আরো উপস্হিত ছিলেন, ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক,আলমগীর হোসেন, সহসভাপতি লুৎফুর রহমান খান সহ ক্রীড়া সংস্হার সদস্যরা উপস্হিত ছিলেন। ২ শতাধিক খেলোয়াড়ের মধ্য, চাল,ডাল,তৈল,চিনি,লবন,সেমাই,গুড়াদুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া বরগুনায় উন্নয়ন সহযোগী সংগঠন “আশা”র পক্ষ থেকে আজ জেলা প্রশাসকের নিকট ৫ শত পরিবারের মধ্য বিতরনের জন্য এবং ৬টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১২ শত পরিবারের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
Leave a Reply