মোঃ আসাদুজ্জামান : বরগুনায় কথিত ভন্ড ফকির মনির হোসেন নামে একজনকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধোন কাঁটাখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে পটুয়াখালীর পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকার ১৫ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ভন্ড ফকির মনির হোসেন তার নিজ বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় গত সোমবার পটুখালী রাব-৮ এ মেয়ের মা অভিযোগ দিলে র্যাবের একটি টিম মনিরকে তার বাড়ি থেকে আটক করে ওই কিশোরীকে উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাবের কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন বলেন, কিশোরীর মায়ের অভিযোগে হাতেনাতে মনিরকে আটক করে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীতে ধর্মভাইয়ের বাড়িতে থেকে ঝাড়ফুঁক দিয়ে মানুষের সাথে প্রতারণা করে ব্যাপক টাকা সে হাতিয়ে নিয়েছে ।
Leave a Reply