বামনা সংবাদদাতা : বামনা উপজেলার অসহায় গরিবদের দাফন কাফনের কাপড় সহ অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন উপজেলার কলগাছিয়া গ্রামের জমিদার বাড়ীর সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসানের নাতী এবংসৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসান সোহেল এর পুত্র সৈয়দ আখিয়ার আহসান আরহাম।
সৈয়দ আরহাম আহসান বলেন আমার দাদা মরহুম সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালিন সময় থেকে অসহায় গরিবদের দাফন কাফনের সহায়তা করতেন তিনি মারা যাওয়ার কারণে আমি তার নাতি হিসেবে অসহায় গরিবদের দাফন কাফনের সহায়তা করতে চাই। যাদের প্রয়োজন হবে তারা আমার এই ০১৬২৫১০৯২৬১ মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
Leave a Reply