জুলহাস: বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ড্রাইভার মোহাম্মদ ফারুক হোসেন ২ নং গৌরিচন্না ইউনিয়নের মহাসড়কের পাশে সরোয়ার মোল্লার বাসায় প্রায় পাঁচ বছর ভাড়া থাকেন।
করোণা মহামারীর কারণে দুই মাস পর্যন্ত পরিবহন না চলার কারণে বাসা ভাড়া দিতে ব্যর্থ হয় ফারুক ড্রাইভার তাই তার দুই মাসের বাড়ি ভাড়া বকেয়া পড়ে যায় ড্রাইভার ফারুক এর এক মাসের বাড়ি ভাড়া এডভান্স দেয়া ছিল।
এক মাসের বকেয়া বাড়ি ভাড়া নেয়ার জন্য গতকাল ০৫/০৫/২০২০ বাড়িওয়ালা বাড়িতে বাসায় আসে পরিবহন বন্ধ থাকার কারণে খুব কষ্টে জীবন যাপন করছি এখন আমি কিভাবে বাড়ি ভাড়া দিব একপর্যায়ে ড্রাইভার ফারুক বলেন এখন বাসা ভাড়া দিতে হলে আমার খোরাকির চাল বিক্রি করে দিতে হবে।
ড্রাইভার ফারুক টাকা না দিতে পাড়ায় খোরাকি রাখা এক মণ চাল নিয়ে গেলেন বাড়িওয়ালা সরোয়ার হোসেন মোল্লা।
এ ব্যাপারে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন করোনা মহামারী চলাকালীন সময়ে বরগুনা জেলা লকডাউন থাকা অবস্থায় সমস্ত পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা খুবই অসহয় জীবনযাপন করছেন এবস্থায় বাড়ি ভাড়ার জন্য এরকম এর ঘটনা দুঃখজনক আমি এর তীব্র নিন্দা জানাই ।
Leave a Reply