স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারনে বরগুনা মুদ্রন শিল্প (ছাপখানা) ক্ষতিগ্রস্ত ৩০ জন শ্রকিদের মধ্যে প্রধান মন্ত্রীর দেয়া ত্রান সাহায্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পক্ষ থেকে বিতরন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর হোসেন সজল। এ ত্রান বিতরন করার সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এনামুল হোসেন, মুদ্রন শিল্প সমিতি, বরগুনা জেলা শাখার সভাপতি, মণি অফসেট প্রেসের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন ও সেক্রেটারী , আবেদীন অফসেট প্রেসের প্রতিষ্ঠাতি মোঃ মিজানুর রহমান মিজান। গত ৫ মে দুপুর ১২টায় বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গনে আরো ত্রান বিতরন করা হয় বরগুনা নর সুন্দর সমিতির সদস্যদের এবং গাড়ী চালকদের।
Leave a Reply