এম.এস রিয়াদঃ বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ৯ এপ্রিল থেকে চিকিৎসাধীন ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ী ফিরেছেন।
নভেল করোনায় প্রতিটি জেলায় জেলায় চলছে করোনার দৈনিক আপডেট ও ভালো-মন্দের গণনা। কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক আইসোলেশন, হোম আইসোলেশন ও মৃত্যুর ফলাফল গুনছে স্বাস্থ বিভাগ। সচেতনতার অভাব এমন পরিস্থিতির জন্য দায়ী। স্বাস্থ বিভাগের স্বাস্থ বার্তা তথা সরকারের দেয়া ঘোষিত আইন হাওয়ায় গুলিয়ে দিচ্ছেন কিছু অসচেতন মানুষ।
সোমবার (৪ মে) বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা সদরে বর্তমানে হোম কোয়ারান্টাইনে রয়েছে ২৮ জন, আমতলীতে ১শ’ ১২ জন, পাথরঘাটায় ৬৬ জন, বেতাগীতে ৪৩ জন, বামনায় ২৮ জন ও তালতলীতে ২০ জন। সর্বমোট হোম কোয়ারান্টাইনে রয়েছেন ২শ’ ৯৭ জন।
অপরদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন, বরগুনা সদরে ৩ জন, আমতলীতে ১২ জন, পাথরঘাটায় ১ জন। সর্বমোট ১৯ জন। বর্তমানে সর্বমোট কোয়ারান্টাইনে ৩শ’ ১৬ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩ জন ও হোম আইসোলেশনে ১৩ জন রয়েছেন।
এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ শ’ ১৭ জনের। প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে ৬শ’ ৭৭ জনের। যার মধ্যে পজেটিভ এসেছে ৩২ জনের।
এ ছাড়া বামনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা ২০ এপ্রিল থেকে হোম আইসোলেশনে থাকার পর ছাড়পত্র পেয়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার সোহরাব উদ্দিন খান বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, হাসপাতালে ভর্তি ১৬ জনই সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ কর্মীদের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন আক্রান্ত ব্যক্তিদের মনবল ঠিক রাখার জন্য চিকিৎসক ও স্বাস্থ কর্মীরা সচেষ্ট ছিলেন। রোগীরাও চিকিৎসকদের পরামর্শ মেনে চলেছেন। যার জন্য আল্লাহর রহমতে আজ সকলে সুস্থ হয়েছেন।
Leave a Reply