তালতলী প্রতিনিধি :বরগুনার তালতলীতে মাদকদ্রব্য সেবনের দায়ে তানভীর (১৮) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী উপজেলার মালিপাড়া এলাকার ছোহরাফ হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার সদর বাজারের বাধঘাট এলাকা থেকে তানভীর(১৮)কে দুই গ্রাম গাজাসহ মাদকাসক্ত অবস্থায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন ভ্রাম্যমাণ আদালতে ঔ যুবক তার দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ধারায় তানভীরকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিকে তালতলী থানার মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হবে
Leave a Reply