মোঃ জাকির হোসাইন, বামনা সংবাদদাতাঃ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামে গাছের নিচে চাপা পড়ে মো. জিসান হাওলাদার (০৫) নামে এক শিশুর মুত্যু হয়েছে। শিশুটির বাবার নাম মো. আবদুল্লাহ হাওলাদার। আজ সোমবার সকাল ৯টার দিকে শিশুটির বাড়ির সামনে বেড়িবাঁধের ওপর এ ঘটনাটি ঘটে।
বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, সার্কেল এসপি (পাথরঘাটা) আশ্রাফ উল্লাহ তাহের ও বামনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত জিসানের দাদা জাকির হোসেন দেলোয়ার বলেন, এটি একটি দুর্ঘটনা। এই ঘটনায় কেউ দোষী নয়। আমরা পরিবারের সবাই এ ঘটনাটি দুর্ঘটনা হিসাবেই মেনে নিয়েছি। সার্কেল এসপি (পাথরঘাটা) আশ্রাফ উল্লাহ তাহের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি একটি দুর্ঘটনা। তার পরও তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply