জুলহাস: বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ করোনা আক্রান্ত হোম আইসোলেশনে থাকা ব্যাক্তিদের ঘরে ঘরে ইফতারী ও একমাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
আজ বিকাল ৫ টায় বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কে একই পরিবারে করোনায় আক্রান্ত ৪জনের জন্য বিভিন্ন ধরনের ফল, ইফতার ও একমাসের খাদ্য সামগ্রী দিয়েছেন।
জেলা প্রশাসকের পক্ষে এনডিসি,মোঃ এনামুল হাসান,নির্বাহী মাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী,নির্বাহী মাজিস্ট্রেট মেহেদি হাসান ইফতারী ও খাদ্য সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এই পরিবারের পুরুষ সদস্য বরগুনা হাসপাতালে২২ মার্চ থেকে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার স্রী স্বাস্থ্য কর্মী ২টি শিশু সন্তান সহ ২৩ মার্চ থেকে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। জেলা প্রশাসক বলেন,করোনায় আক্রান্তদের যাতে প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা অবহেলার দৃষ্টিতে না দেখে এ জন্য প্রচারনা করে যাচ্ছি।
এনডিসি, এনামুল হাসান বলেন,জেলা প্রশাসকের নির্দেশে করোনায় আক্রান্ত পরিবারের নিকট ইফতারী ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। আমরা সকলকে মানবিক মূল্যবোধ নিয়ে এই সকল পরিবারের প্রতি এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
Leave a Reply