মঠবাড়িয়া প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির বিশেষ সম্পাদক ও মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কে.এম হুমায়ুন কবীর এর ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে শনিবার সকালে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হুমায়ুন কবিরের বড় ভাই অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব রুহুল আমীন খান, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলালসহ দলীয় নেতা কর্মীরা। বিএনপি নেতা কে এম হুমায়ুন কবীর জানান, আমাদের পরিবারের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভায় আজ শুরু হয়েছে। পৌরসভার পর উপজেলার ১১ টি ইউনিয়নে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply