এম.এস রিয়াদঃ লকডাউন ঘোষণাকৃত বরগুনায় নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্য ও মুদি দোকান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন।
এর আগে জিলা স্কুল মাঠে অবস্থানরত সবজি, মাছ ও মাংসের দোকান সকাল সাতটা থেকে দুপুর বারটা পর্যন্ত নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে দুপুর দুইটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অপরদিকে মুদি দোকান সকাল সাতটা থেকে দুপুর বারটার পরিবর্তে বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়েছে।
রমজান ছাড়াও যাতে করে অতিরিক্ত জনসমাগম না হয়, সে বিষয় বিবেচনা করে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন।
Leave a Reply