এম.এস রিয়াদঃ নভেল করোনা (কোভিড-১৯) কে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকান সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখার দায়ে বরগুনা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার। তিনি ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা জরিমানা করেন। এর আগে শহরের মধ্যে জেলা প্রশাসন কর্তৃক খোলা রাখার নির্দেশনায় নেই, এমন অহেতুক দোকান পাট খোলা রাখায় সাত হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি এনামুল হাসান এবং বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সকলকে উদ্দেশ্য করে বলেন, জরিমানা করা আমাদের মূখ্য বিষয় নয়। বরং মানুষকে সচেতন করাই আমাদের মূখ্য উদ্দেশ্য। হাদিসে মহামারি এলে ঘরে বসে ফরজ নামাজসহ নফল ইবাদাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন, এমন কথা বলা আছে। অন্ততপক্ষে নিজের পরিবারকে স্বাস্থ সুরক্ষা দিতে হলে অহেতুক ঘর থেকে কিংবা অতিরিক্ত জনসমাগম হয়ে বাজারে অবস্থান ও মসজিদে নামাজ আদায় না করার জন্য বিনীত অনুরোধ করে মসজিদে অতিরিক্ত মুসুল্লি ও বাজারে অহেতুক ঘোরাফেরারত মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
Leave a Reply